প্রশ্ন: শেরপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: শেরপুর জেলার সীমানা কি?
উ: উত্তরে , দক্ষিণ ও পশ্চিমে ও পূর্ব দিকে ।
উ: শেরপুর জেলার সীমানা:
✅ উত্তরে: মেঘালয়
✅ দক্ষিণে: জামালপুর জেলা
✅ পূর্বে:ময়মনসিংহ জেলা
✅ পশ্চিমে: জামালপুর জেলা
প্রশ্ন: শেরপুর জেলার আয়তন কত?
উ: ১৩৬৩.৭৬ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: শেরপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: প্রস্ফুটিত শেরপুর।
প্রশ্ন: শেরপুর জেলার গ্রাম কতটি?
উ: ৬৭৮ টি।
প্রশ্ন: শেরপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৫২ টি।
প্রশ্ন: শেরপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৫ টি। শেরপুর সদর, নালিতাবাড়ি, শ্রীবর্দী, নকলা ও ঝিনাইগাতি।
প্রশ্ন: শেরপুর জেলার পৌরসভা কতটি?
উ: ৪ টি। নালিতাবাড়ী, শেরপুর, নকলা ও শ্রীবর্দী।
প্রশ্ন: শেরপুর জেলার নদ-নদী কি কি?
উ: কংস, পুরাতন ব্রহ্মপুত্র, বাটাই নদী প্রভৃতি।
প্রশ্ন: শেরপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: জিলবাংলা চিনিকল, যমুনা সার কারখানা।
প্রশ্ন: শেরপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: শের আলী গাজীর মাজার, পানিহাটা দীঘি, গজনী অবকাশ কেন্দ্র, কাচবালি ও সিলিকা ক্ষেত্র।
প্রশ্ন: শেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: শেরআলী গাজী (তাঁর নামে শেরপুর জেলার নামকরণ হয়), বেগম মতিয়া চৌধুরী (রাজনীতিবিদ), বজলুর রহমান (সাংবাদিক)।